Tuesday, October 30, 2012

আমি কাল ..... হ্যা .... আমি তোর কাল ......

লোকে বলে রাবন আমি
   লোকে আমায় বলে অসুর
আমায় লোকে বলে কলী
    আমি হলাম যমের শশুর
 
জালাবে তুমি মোমের বাতী
   আমি তো সেই আঁধার
বিসৃন্খল বেআঈনী আমি
   নিয়ম মানি না বাঁধার
 
পোয়া সংসারে কাল আমি
   আমি স্বপ্ন দুস্খোয়ার
হাসি মুখে মিলতে এলে
   দেখাবো যমের দুয়ার
 
দীপের বাতী ভেব না আমায়
    তাপ ভরা আগুন আমি
শুভ কাজে বাঁধা দেব
   রাহু কালের  লগন আমি
 
শীতল তরল আমি তো নই
    আমি হলাম জলঝর
তুমি ভাব পোয়া আমায়
    আমি হলাম নটবর
 
আমায় ছাড়া তবু তো নেই এই জগতে কোনো মোল
   আমি ছাড়া তোর প্রভুও জলে ভাসা একটা সোল
 
চকের সাদা লেখা দেখ, কেন আমি কালো স্লেট
  মেন কোর্স টা খাবে তরিয়ে, আমি হলাম সাইড প্লেট
 
মারতে আমায় আজ আসে অবতার হয় প্রভু তোমার,
   নাত কবে যেতে ভুলে ওকে যদি না হত মোর অত্যাচার
 
ঠাকুর দেবতা স্মরণ কর মনে নিয়ে আমার ভয়,
    আমি যদি না থাকী তালে তোমার প্রভুও নয়
 
আমি পচা মাল
   আমি  বিদ্যাসাগরের রাখাল
বর্ণপরিচয়ের দ্বিতীয় অধ্যায়
    আমি অধম আমি পাতাল
 
তবুও
  
 
আমি ছাড়া হরী ...... পাবে কোন তরী ............